Wednesday, January 31, 2018

মৃণালিনীর কবিতা :

দৃশ্যমান

১.রাস্তায় বিষাক্ত সাপ
আকাশে অভিশাপ
রাবণ কাঁদে রাম হাসে
সীতার দ্বিতীয় বনবাসে

২.অতল সাদা জল
বহমান কালো জল
সবুজ সবুজ ঘাসে
কালো জবা পড়ে খসে
শকুন আলো খোঁজে
বাজ নিজের পাখা খোঁজে।

৩.নদী বইছে
দুধ ঝরছে
লাউ ঝুলছে
সাদা প্রজাপতি উড়ছে
দৃষ্টি মিলিয়ে গেল জ্যামেতিক কেন্দ্র বিন্দুতে।

৪.প্রতিদিন প্রেম দেখি
প্রতিদিন ঘেন্না দেখি
প্রতিদিন সঙ্গম দেখি
কিন্তু
কোনদিন গর্ভবতী দেখিনি...

৫.প্যান্টির ফুটোয় জাঙ্গিয়া আকাশ
তারায় গুটিয়ে মেঘদের বাড়ি
মাটির দেওয়াল ঘেঁষা গোলক
আর জল
জল ছুঁলেই সমুদ্র
অলস মাটি
রেষারেষিতে মহাসমুদ্র ছুটে আসে।

৬.মিথ্যার থুতুতে মাকসার জাল
পাল তোলে
হাল খসে
কোদাল পরিণত চকচকে কুড়োল
মরীচিকার শরীরে
বাদামি- কালো মরচে ফুলগুলো
দুলে উঠে হাওয়ায়।


                                       
চিত্র ঋণ : স্যামুয়েল বার্জেস 

No comments:

Post a Comment