কবিতা বাংলাদেশ বিভাগ : হাসান রোবায়েত
ভাষা—একদা ভান—যা তোমাকে বলতে চায়:—
ফলের মধ্যে উড়ে একটা পাখি
জড়ো করছে সূর্যরেণু—যেমন একটা পিঁপড়া—
এখনো তার বেয়ে নেমে আসছে
মগজের উপর—
বিড় বিড় করছে শব্দ—এবং সন্তর্পনে
সরাতে পারছ না তার কিলবিল পা—
লেখা
ভাষা—একদা ভান—যা তোমাকে বলতে চায়:—
ফলের মধ্যে উড়ে একটা পাখি
জড়ো করছে সূর্যরেণু—যেমন একটা পিঁপড়া—
এখনো তার বেয়ে নেমে আসছে
মগজের উপর—
বিড় বিড় করছে শব্দ—এবং সন্তর্পনে
সরাতে পারছ না তার কিলবিল পা—
No comments:
Post a Comment