Tuesday, January 30, 2018

কবিতা বাংলাদেশ বিভাগ : হাসান রোবায়েত 


লেখা

ভাষা—একদা ভান—যা তোমাকে বলতে চায়:—
ফলের মধ্যে উড়ে একটা পাখি 
জড়ো করছে সূর্যরেণু—যেমন একটা পিঁপড়া—
এখনো তার বেয়ে নেমে আসছে
মগজের উপর—
বিড় বিড় করছে শব্দ—এবং সন্তর্পনে
সরাতে পারছ না তার কিলবিল পা—

ধরো, একটা তিতির—
তার ঘাড় বেঁকে তাকানোয় যে ভাষায়
সতর্ক হচ্ছে পাতা—তুমি তাকে
লিখে রাখো বনের ঝরায়—

বহুকাল উড়ছে তুষার ট্রেন ও জংশনের ভেতর—

No comments:

Post a Comment