Monday, August 2, 2021




 ইতিহাস

          খুরশিদ আলম

যাবতীয় পাপের খোলস ছেড়ে বেড়িয়ে আসুক মানুষ
পাখিদের প্রলাপ,আঙুলের ইশারা আদতে
মানুষে মানুষে দূরত্বের একটি নিখুঁত ব্যবধান

পুবাকাশে মেঘেদের সঙ্গম দেখে যারা উল্লসিত হয়
আমি তাদের দলে নেই

বদলে যাওয়া ইতিহাস আসলে একটি বিশুদ্ধ নদীপ্রবাহ

যার ধ্বনি উঠলে স্রোত আর নিঃশব্দে কোলাহল 

 


                বসন্ত
          

ইস্তেহার যেভাবে আলোকিত হওয়ার কথা ছিলো
আদৌ কী তা পেরেছে !

এ বসন্ত নিছকই কোনও মোহ

দেওয়াল ভাঙতে চেয়ে কেবল ভাঙতে চায় তার শরীর

সমস্ত সংগ্রাম যেখানে অযুত ঘাম নিয়ে বসে আছে
আকাশ নামের পাখিটা ছোঁবে বলে -

সে আসলে দুদৈর্ব মেঘেরই গর্জন 

5 comments:

  1. Replies
    1. আন্তরিক ধন্যবাদ

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. কি অমোঘ এই কবিতা দুটির নির্মাণ!

    ReplyDelete
  3. দুটোই অনবদ্য লেখা।

    ReplyDelete