Sunday, August 1, 2021


অনুগল্প 



 পোস্টবক্স "  ✍️সোনালী জানা



হাওড়া স্টেশনে সারিবদ্ধ চকচকে চেয়ারগুলো | কতো মানুষ আসছে | বসছে | সময় হলে উঠে যাচ্ছে | এগারো নং প্লাটফর্মের সোজাসুজি ডানদিকের একেবারে শেষ চেয়ারটা, আমার ভারি পছন্দের |

বসে বসে দেখি মানুষের সমাগম | স্রোত | হইচই, ছুটোছুটি |একটা হুইসেল, একটা গন্তব্য |

তাকিয়ে দেখি | আর খুঁজি | গত বছরও ঠিক এই দিনে এখানে বসেছিলাম | বসেছিলো সেও |
পাশাপাশি কতো কথা, কতো স্বপ্ন | আরও কাছাকাছি | ক্রমশ স্পষ্ট হয় নিঃশ্বাসের শব্দ |

অজান্তেই হাত চলে যায় সিটটায় | হ্যাঁ অনুভব করছি সেই উষ্ণতা, ছোঁওয়া, চেনা গন্ধটা |

কিন্তু এখন সে কোথায়? কেউ জানে না |বড়ো অদ্ভুদ! একটা জলজ্যান্ত মানুষ কী ভাবে উবে যেতে পারে? ঠিকানা, ফোন সব পাল্টে দেয় ?
এখন তাহলে কীভাবে জানাবো আমার জমে থাকা কথা?

ধীরে ধীরে বের করি চিঠিটা | যেটা বারবার পাঠাই, কিন্তু ফিরে ফিরে আসে |
হঠাৎ কেন জানিনা ওই লাস্ট চেয়ারটাকেই পোস্টবক্স মনে হয় | সযত্নে রেখে আসি চিঠিটা |

যদি সে আসে |




No comments:

Post a Comment