Sunday, August 1, 2021

 বর্ষায় বর্ষায় 

মনিরুজ্জামান প্রমউখ 
রচনা- ২১-০৬-২০২১ 



আষাঢ়ে'র পূর্ব-পশ্চিম নিয়ে, দিল শান্ত তাঁজা ৷ 
ভেতরে'র অঙ্গে, তার যতো থাক- ভেজা ভেজা ৷ 

ফাঁক দিয়ে, রোদ্দুর যদি- উঁকি মারে আকাশে জ্বারা ? 
ভালো লাগে, তার- অলি গলি আর- ক্লান্তি সারা ৷ 

কে আছে রঙ্গীন, কে আছে প্রবীণ সুখ-তারা ? 
মুছে দেবে- স্যাঁতসেঁতে জমিন আর- বৃষ্টি'র পিপাসা ? 

ঘর-কুনো হয়ে থাকা- বছরে'র কোনো এক ঋতু-বেলা ৷ 
স্বাস্থ্য, মেধা আর- মননে'র উত্তম বীজ বিত্ত-বাড়া ৷ 

কে দেখে- ভূমি, কে দেখে- রবি শীতল পারায় ? 
মন-বৃদ্ধি আর- ধ্যান-বৃদ্ধি উষর বানে, বর্ষায় বর্ষায় ৷৷ 

1 comment:

  1. অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন- সম্পাদক ও সংশ্লিষ্ট । ভালো থাকবেন ।।

    ReplyDelete