Sunday, August 1, 2021

পঞ্চ মহান ভুত

অভিজিৎ  দাস কর্মকার





ক্ষিতি::

অন্ধকার রাতে চন্দ্রবিন্দু, আর
আলিঙ্গনে আলোনো দুঃখ 
নিয়ে 
বৃষ্টির হোমওয়ার্ক 

অপ্ ::

গড়িয়ে পড়ছে খামখেয়ালি 
মন যেখানে মুষ্টিবদ্ধ বিক্রিয়া
সেখানে
নদী ফিরতি মানুষের
হাইকু ধরে হাঁটে

তেজ::

সাবানের খাপে অষ্টাদশী হাসি
আর 
পেন দানির পিরিতে কালবৈশাখীর
গ্রামারটিক্যাল মিসটেক
টুকরো টুকরো হয়ে
মার্জিন ধরে ছুটছে 

মরুৎ::

বেহিসাব ডিঙিয়ে পাগলামি 
আজ
অনেকটাই মানুষ 
সাবধান তাই টাল খাইনি
পাঁজরে 
ধোঁয়া আর বারান্দায়
ধাক্কা খাচ্ছে 
গতরাতে ধোকা খাওয়া ডালনা

ব্যোম::

মাঝসকালে সাধের জিভে 
অলস সংশয় পাশ কাটিয়েছে,তাই
ডিমের কুসুমে মগ্ন
আর
উঠোন ফুরিয়ে ফুরিয়ে
এখন 
ভিজে কাকেদের 
জ্যামিতিগত শরীর
ওয়েবধ্বনিতে মেলা...

4 comments:

  1. ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমকে নতুন করে চিনলাম। এভাবেই চলুক পুনরাবিস্কার ।

    ReplyDelete
  2. ভালো লাগলো ক্ষিতি থেকে ব্যোম, এই পঞ্চভূতের কাব্যাভিযান। অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

    ReplyDelete