Tuesday, August 3, 2021

 স্প্লিন্টার

পাপড়ি গুহ নিয়োগী

 

আলোয় ঘেরা রাষ্ট্রে    

ডিমেনশিয়া একটি ল্যাটিন শব্দ মাত্র  

 

আপেল থেকে সবুজ আপেল  

আমরা এখন উপহাসের পাত্র

 

গণতন্ত্র শব্দের অনুবাদ করছে রাষ্ট্র

হঠাৎ তীব্র শ্বাসকষ্ট ইতরের দেশে

 

স্বাধীনতা ঝুলে আছে শূন্যতায়

হুইল চেয়ার একটি দলিল

কৃষক আর রাষ্ট্র শুধুই ইঁদুর

তবু, শুকনো পাতা কুড়িয়ে নিই আমরা

 

আমাদের ঘুম চুরি করে 

হাতি সাফারিতে মুকুট

 

 

মাংসের বাজারে

       লটারির টিকিট

 

আলার বৃত্তে শ্যামাপোকার মিছিল

সাজানো হচ্ছে মুখহীন গণচিতা    

 

অসুখের সাথে দীর্ঘ ভ্রমণ

এবার ঘরে ফিরুক লাল রঙ

 

১০

গণতন্ত্রের মুখোশ পুরস্কার পায়

মধ্যবর্তী করিডোরে ঘাপটি মেরে

শেয়াল

বাঘ      

 

১১

গণটিকা

না

গণচিতা

 

১২

গাছ চিনতে ভুল হয় বারবার

 

অবসাদ

আত্মহত্যা

ভোর রাতে গলা ধরে কাঁদে 

 

1 comment:

  1. বক্তব্যধর্মী অণুকবিতাগুলো ভালো লাগল। কবিকে অভিনন্দন।

    ReplyDelete