Monday, August 2, 2021

 


গুচ্ছ কবিতা
না ভোলা ছবিতে ছুঁয়ে
দেবাশিস মুখোপাধ্যায়



১.
ছবি
কাগজের পাতায়
নিংড়ে নেয় কান্না
চোখ বোবা হয়ে গেলে
লালা এঁকে ফেলে আস্ত মুখ
লুকিয়ে রাখি সেসব দৃশ্য মুখোশ গুহায়

২.
পাহাড়ি
মেয়ের চা
ঠোঁটকে চুমু শোনায়
এক বরফ ভোরের দিনে
সূর্য লাল হয়ে ওঠে ইন্দ্রজালে
নিষিদ্ধ যা কিছু পান করি আবেশে

৩. 
গান
একটি ডাক
আমাকে পৌঁছে দেয়
এক রহস্যময় আকাশ বাড়িতে
সেখানে ডানায় ডানায় অন্য নাম
সেই অনামিকাকে খুন করি তীব্র সুপ্রভাতে



৪.
গল্প হত্যার ও হতের
ছবি হলে
জমিয়ে খায় লোক
যে যার ঘরের ভিতরে
ভয়কে জোর প্রশ্রয় দি তালি মেরে
কান্নাকে

৫.
সুরাহার হলো আজ
সুর নরম  পাতে পড়লে
বাহারে 
ভরে উঠেছে বেশ চোখের ভূগোল
রঙিন কুড়াতে কুড়াতে তুমি সরোদ
 মিশেছ তারানায়

৬.

নক্ষত্র পতনের পর
একলা রাত্রি বড়ো আনমনা
বোঝাবে এ সাধ্য বলো কার
এখন বাইরে যাওয়া নিষেধ যেন কেউ
কালো বরফে
শান্ত









1 comment: