Monday, August 2, 2021

 সমীরণ ঘোষের কবিতা



ঘুম


মেঝেতে দুধের শব্দ। লোহার অস্পষ্ট
খুনের অল্প হাতছবি
মেঝের কাগজে ডুবে জাহাজের ঘুম
চুড়ির সামান্য 
ছুরির ফলায় ছায়া। আঙুলের। কণ্ঠ অব্দি
ডাক আত্মহিম রঙের বেগুনি
নদীর আলতায় বুজে কাঠের সুদূর 



নিসর্গ 

আকাশ মাঞ্জা দিচ্ছে ঘুড়ির কয়েদ
নোয়ানো পাথরে জল। স্নানের চৌকো
বুদবুদে কাচের রাত। হাওয়া খেলনানগর
গুছিয়ে রাখার কোণে হাতবোমা। তখনও
ফুলছে

ঠোঁটের শবেও ভাঁজ। স্তন হাসির সুলুক 
নৌকো মাংসের ডাক। কুচোনো ঘুঙুর



মহরত

মেঘের খাঁচায় আজও বৃষ্টির ফুরোনো হাভেলি 
হাওয়ায় পিনেও গোঁজা আত্মহননের শিস
খেলনা পিস্তল থেকে ঘনঘন ছায়ার মহরত 
আত্মস্নায়বিক কোণে বজ্র জ্বলছে 

হত্যাপ্রবণ গ্রামোফোন
ঢেউ। আর খোপের নিখিল 


মুকুর

যেটুকু লাফাচ্ছে দিন ব্যাঙের মুকুর
ছড়ের লোহায় টানা আবহের দেশ
ফুলের শব্দে ঠাঠা মধু ফোটে 
তত তত শ্রুতির ভ্রমর
চোখের পাথরে এঁদো গলির ঘণ্টা 
পাখির কান্নার লাল। ঝামা ঝামা
রাতকে মাজছে টানা কাঁসার আবেগ

3 comments:

  1. চুড়ির সামান্য, ঘুড়ির কয়েদ, স্নানের চৌকো, কাচের রাত, ঠোঁটের শব, মেঘের খাঁচা, হাওয়ার পিন, আত্মহননের শিস, খোপের নিখিল, ব্যাঙের মুকুর, ছড়ের লোহা,শ্রুতির ভ্রমর, চোখের পাথর, গলির ঘন্টা, পাখির কান্না, কাঁসার আবেগ, মাংসের ডাক, কান্নার লাল, হাসির সুলুক, এই তো তুমি। বদল করেছে অভিমুখ যারা আত্মহিম, আত্মস্নায়বিক। এভাবেই আমাদের ভেতরের শুকিয়ে যাওয়া, একজন দ্রষ্টার বাইরে থেকে দ্যাখা, টেনে আনা ভেতরের এক অনন্য পারাপার।

    ReplyDelete
  2. আপনার কবিতার গ্যালাক্সিতে নিত্যনতুন নক্ষত্রের জন্ম হচ্ছে প্রিয় কবি।মুগ্ধতা। ♥

    ReplyDelete