Tuesday, August 3, 2021

 রুটি ও স্বেদের কবিতা 

নীলাব্জ চক্রবর্তী



ফিরে আসা

কার প্যানোরামিক পাখি শুধু

স্যুইং করছে

এতটাই

শূন্যপ্রদেশ ছিল

কোথাও

গলে যাওয়া বাঁকা সমুদ্র

যে ঠোঁট অবধি

একটা মেছো ভাষা মাত্র হয়ে

রুটি ও স্বেদের কথায়

সান্দ্র

ওই জিভ

গড়িয়েই যাচ্ছে

উর্বর কাঁচের ক্ষেতে 

ছায়াদের কেটে যাওয়া ফ্রেম

আঙরাখা ফেলছে

বুলস আই...

No comments:

Post a Comment