Monday, August 2, 2021

 মাহফুজ রিপন এর দুটি কবিতা





জোর করলে ছিঁড়ে যাবে বোঁটার ফুল


রাতে যখন ঘনিষ্ট হতে এসেছিলে পরণে তোমার

ছোট্ট গাউন― আমায় স্বপ্ন দেখিয়েছিল।

একটু দুলবে বলে যে দোলনায় চড়লে

হাজার বছরের পুরণো সে খেলনা,


জোর করলেই ছিঁড়ে যাবে বোঁটার ফুল!


কে বাঁশি বাজায়―

শ্যাম না মিকাইল!


অন্তর্দ্বন্দে বুদবুদের মত বাড়ছে―

প্রেম, ঘৃনা, রেপ আর ব্যাভিচার।

আলজিভ ভোগ খোঁজে

তার রতি সাধন নাই।


কোথায় প্রেম, হায়রে ভালবাসা!

সুযোগ পেলেই নড়ে ওঠে আলজিভ

শুধু পাপগুলো জমা হয় ফেসবুক পাতায়



সুগন্ধা মধুমতি সন্ধ্যারা কাঁদে

তুমি আর আমি বর্বর হয়ে গেছি

আমরা কাঁদতে পারি না।


আদি বৃক্ষকে প্রশ্ন করি এমন কেন হল?

বৃক্ষ শুধায় পৃথিবীতে প্রেম অমর

শুধু তোমাদের কৃতকর্মের ফলে

বোঁটার ফুলগুলো সব ঝরে যাচ্ছে।


পানি ফোড়া



সন্ধ্যায় আড্ডা জমে উঠলেই ন’টা বেজে যায়

জিন্সের পকেটে অযথাই কেঁপে ওঠে ওয়ালটন মুঠোফোন।

নৈঃশব্দে তুমি ডাকছো ঘরে, মনোরমা কাঁদছে!

মনে পড়ে ঘর-গৃহস্থালি, মুদিখানা, সবজির দোকান

সাধ-আহ্লাদের বালাই নেই! মনে তার নিত্য হাহাকার।

বয়স বাড়ে পকেটে পয়সা বাড়ে না। 

মুসুড়ির ডাল কেজিতে-একশত পঞ্চাশ

চাল ডাল তেল নুনের সাথে ঘরে ফেরা।


আজও ক্যালেন্ডার থেকে ঝরে যাবে পুরো একটি দিন।

কাঁধের ঝোলা ব্যাগে জমতে থাকে―

তীব্র নৈর্ঋিত আর জয় বাংলার হাট।


কোথায় শব্দের বাগান! সাধের অধরা কাব্য!


আড্ডা ভেঙে যায় মনে তার তীব্র পানিফোড়া 

ন’টা বাজলেই কেঁপে ওঠে মুঠো ফোন, রিংটোন বাজেনা―

বাড়ে শুধু ঘরে ফেরার তাড়া; সন্ধ্যাটা জমলেই ন’টা বেজে যায়।

1 comment: