Tuesday, January 30, 2018

প্রবীর রায়ের কবিতা

এলমেলো


বাঁ চোখ টেনে আনছে ডান বিষয়
বিভ্রমছবির এপাশ ওপাশ
ভালবাসার বসতিনির্ভর প্রাক আলোচনা কেউ করছেনা
হাত খুলে পাতার হারিয়ে যাওয়া
আজ আর নতুন কিছু নয়

রাতকাহন


ঢালাই শেখাল সারারাত নির্মীয়মান
চুনবালিসিমেন্ট ধ্বনিক বহুতল
রাত ঢালছে  দুচোখ বুজিয়ে দিচ্ছে ঘুম
শিহরণ সরে গিয়ে শহর বাজছে দ্যাখো

No comments:

Post a Comment