Wednesday, January 31, 2018

উল্কার কবিতা :
প্রগাঢ়

ক্রমশ দিন বড় হচ্ছে...
গোধূলি পেরোলি?
রোজকার অ আ ক খ
উচ্চারণ ছড়াতে ছড়াতে
পরিযায়ীদের ফিরে যেতে দেখি
পশ্চিমে
আমাদের হাতের নাগালে বছর মাস দিনের
ছিবড়ে গড়াগড়ি যায়
নদীর জল পাহাড়ে ফিরে গেলে
একদিন আমি আবিষ্কার করব
পরিযায়ী নদী
প্লবতার সংজ্ঞা আওড়ে
বড় হয়ে উঠবে কত অশিক্ষিত
কাজলের পেনসিল চুষতে চুষতে
আয়নায় সন্ধ্যে নামবে
বকের পালকে ডানা ঝরার গল্প
বলতে বলতে ঘুম পাড়াবো

আমাদের কথোপকথন।
চিত্র ঋণ : জোশেপ পীকীলো 


No comments:

Post a Comment