Tuesday, January 30, 2018

বাংলাদেশের কবিতা : কচি রেজা 

পানপাত্র আর রক্ত/ কচি রেজা

তোমাকে যেতে দেব না, অনেকদিন ধরেই এমনটা বলি আর তুমি
চলে গেলে অবুঝের মত বিরহী হয়ে উঠি, উজ্জ্বল দেখায় শাড়ির 
গায়ের ইন্দ্রিয়মাছ ,  বাসনা ভেঙ্গে  গিয়েও তাই  তুমি থাকোখিদের 
দাগ, শরীরে মেঘে  নোনতা হয়ে ওঠা  অন্তুর্বাসে-----
দেখি ভোর নেমে আসছে আর নিজের কান্নায়  সেদ্ধ হচ্ছে মাংস
মৃত্যুও যখন  চুম্বন করে বন্ধ চোখে্র পাতা  টের পায়, চলছে দুঃসাহসী
বিরহকাল, আজ  নূপুর পরে এসেছিল ভোর, ষোলোকলায় বেজে উঠেছিল 
ফিরে আসা শিরার অসুখ, সীমান্র ভেঙ্গে কতবার পানপাত্রেরঁ রক্ত ছুঁলো ,

 তুমি হন্যে হয়ে জেগে রইলে পানপাত্র আর নিঃসাড় রক্তের  মাঝখানে

No comments:

Post a Comment