Tuesday, January 30, 2018


দৃশ্যকল্প
দেবাশিস মুখোপাধ্যায়

১.
পুরোনো সোয়েটার
তোমার উল কাঁটার
আর হাতের গন্ধ নিয়ে
শুয়ে আছে
স্বরের ভিতর সে ভালোবাসা নেই
ওকে ঘুম দি ন্যাপথলিনের

২.
অসংখ্য লাল পিঁপড়ের মাঝখানে
সাদা নকুলদানা
কাচের ভিতর ঈশ্বরের হাসি হাসি মুখ
সমস্ত ধ্যান অবশিষ্ট কণিকায় ফিরে
গেলে
আমি খেয়ে নেয় অদৃশ্য কেউ

৩.

বেড়া থেকে বিড়াল বেড়িয়ে এলো
আলোছায়া
তার শাড়ি সে ছুঁয়ে গেলে
পরমের কোলে চলে যায় রাইমা সেন
লতায় লতায় দেখি কিশোরে পেয়েছে সবুজ

No comments:

Post a Comment