Monday, January 29, 2018

"শিল্পীত নদীগুলো"

অর্জুন দাস 

নদী-তীরে ঝুলে রয়েছে
একটা ফরিং ওড়া বিকেল



এপার বসে দেখছি ----
ওপারে তার বাঁক বদলের চিহ্নগুলো



বাবার শৈশবের স্মৃতি মুছে মুছে
উঠোন পৌছেঁছে নদী
তার ভাঁজে ভাঁজে লেগে আছে
আমাদের পূর্বজের বিলুপ্ত মাঠ



এই সরীসৃপ নদীটির বুকে
বিষজর্জর শুয়ে আছে
আপনাদের শিল্পিত সব নদী।

     

" সীমান্ত -১ "

সীমান্তে পা রেখে বুঝেছি
কাঁটাতার শুধু মানুষকেই
বেঁধে রাখতে পারে।
নদীকে পারে না,
বাতাসকে পারে না,
পাখিদেরও পারে না ।
এদের কাউকেই দেশ দিতে পারেনি
কাঁটাতার।
আমরা দেশ পেয়েছি
আর দুচোখ ভরে দেশহীনতা দেখেছি।

চিত্র ঋণ : রাফেল লিকোস্ট
            

No comments:

Post a Comment