Wednesday, January 31, 2018

পুঁথি/ বেবী সাউ 

তোমার মতন আমিও রাতের কথা
নিভৃতেই লিখি নিয়ম ভাঙার গান
রোদের বাহার উঠোনের কোণজুড়ে
জন্ম নিচ্ছে তোমারই সন্তান

খননকার্য অনর্থ অভিমানে
চোখজুড়ে আজ নিবিড় পাথর স্তূপ
সচল সজল শীতলযুগের স্নানে
মনখারাপের হলাহল ভেঙে চুপ

সূর্যের রঙে একা হাঁটা সেই মেয়ে
কলেজ ব্যাগের ভেতর গুছানো মুখ
সুইসাইডের পংক্তিমালা নিয়ে
ডুবসাঁতারেই ছেঁকে আনা উন্মুখ

যেমন ভাবেই মনের আজান বাজে
শতাব্দী ভেঙে প্রান্তিক কোনো খাঁজে
চিত্র ঋণ :Nanak Sosan

1 comment: