Wednesday, January 31, 2018

সুপ্রিয় সিংহ রায়ের কবিতা :

মৃত্যুঞ্জয়ী মন্ত্র
...................
১৷৷
প্রতি মুহূর্তে চতুর্ভুজ তোমায় ছুঁতে আসছে
শুয়ে না থাকলে তুমিও চলমান
২||
পাখির ক্ষত করার পরেও ফলের বাকি অক্ষত অংশটিতে এখনো স্বাদ আছে
৩||
উঠোন থেকে সবুজ মাসুম গড়িয়ে ড্রেন ছোঁয় ,কালো হয়
বৃষ্টির পর ফিরে আসে
৪||
আর বাঁচবোনা এলে,দেখেছিলাম,
পান করে ,অনেক নোংরা জলকেও বাঁচিয়ে দিচ্ছে পাগলটা ,,,,,|


ধর্ম উৎসব
,,,,,,,,

পকেটে ফাঁক তো খরচের জন্যই
একটু বেরিয়ে যাই চলো
হঠাৎ ঘন্টা বাজিয়ে পথ বলে দিই.
প্রিয় রঙ রোজ পড়া হয় না
তবু জাপটে রাখি অন্যের মধ্যে দেখে প্রিয় রং চলো

No comments:

Post a Comment