Wednesday, January 31, 2018

কবিতা করিডোর , জানুয়ারি , বইমেলা সংখ্যা , ২০১৮


প্রচ্ছদ : সমীরণ ঘোষ



সম্পাদকীয় :

পৌষ শেষ হয়ে গেছে । শীত এখনো হাঁটু গেড়ে বসে আছে । প্রচলিত সেই প্রবাদ মনে পরে যায় "মাঘের শীতে বাঘ দাবড়ায় " । নিজেকে কম্বলে জাপটে রাখি । ভালুকের সেই গল্পটা মনে পরে যায় , কম্বল কেন আমায় ছাড়ে না । সে যায় বলো গাছেদের বাকল খুলে পড়ছে । হলদে পাতারা একে একে ঝরতে থাকে আর এক নতুন জন্মের ভিতর । জীবনেও এই ঝরে যাবার গল্প । যেভাবে নদী পেরিয়ে গেলেই একটা দ্বীপের জন্ম । তবু কালের দাবির কাছে কেউ কেউ নিজেকে নিজের ইতিহাস করে তোলে তার কর্মের মধ্যেই । তাঁদের ঝরে যাবার দিনেও তাঁদের কণ্ঠই যেন বেশি করে বাজে । জানি জাফ্রানি রং মেখে আবার চাঁদের হাট বসেছে । অগণিত মুখের ভিড়ে চেনা মুখগুলো খুঁজতে থাকে । এভাবেই আর একটি ভোরের অপেক্ষায় । বইমেলার দিনে দূরে থেকেও সবার কাছাকাছি যাবার একটি চেষ্টামাত্র । কিছু ত্রুটি হয়তো থেকে যাবে । যারা লেখা দিলেন ঘর আলো করলেন তাদের অনেক ভালবাসা । আর যারা সারাটা মাস এই ঘরে ঢুকে একটু জিরিয়ে নিতে চান তাদের জন্য রইলো অনেক আদর ।

অনেক ভালোবাসায়
শুভঙ্কর পাল
বারবিশা
আলিপুরদুয়ার
৭৩৬২০৭
মুঠোফোন : ৯৯৩৩৭৭০৫৪১
subhabrb@gmail.com

No comments:

Post a Comment