Wednesday, January 31, 2018

'অনিন্দ্যসুন্দর ড্যাফোডিল'
— শুভ্র সরকার

আমার হাতঘড়িতে একটা ট্রেন এঁকে দিও। তার জানলায় বসিয়ে দিও— পাহাড় চূড়ো। সদ্যমৃত দুটি চিত্রল হরিণের আত্মা ট্রেনটিকে ছুটিয়ে নিয়ে যাবে। পাহাড় উপচে অসংখ্য ড্যাফোডিল— ঠিক যেন নীরব সমুদ্র। হাওয়া ছুঁলে ঢেউ হয়ে যাবে।

জিপসি মেয়েটির সাথে আমার কোন পূর্বপরিচয় ছিল না। তাঁর উঁচু কপালে কালেভদ্রে চোখ রেখে অমোঘ কণ্ঠে ঈশ্বর শুনিয়েছিলেন ' অনিন্দ্যসুন্দর ড্যাফোডিল ' — এক প্রাচীন রহস্যের কথা। আমি বলেছিলাম, লাইফ স্পয়লার।

আমার ট্রেনের প্রবেশদ্বারে লেখা ছিল— আমার নরকে আপনাকে স্বাগতম। মেয়েটি জানলার ধারে বসতে ভালোবাসতো।
চিত্র ঋণ :Andre Masson

No comments:

Post a Comment