Wednesday, March 28, 2018


পথে
রৈবতী ব্যানার্জী


দুঃস্বপ্নের রাত কেটে গেছে,
এখন ভোরের আলো,
রাস্তায় আলুথালু বেশে
মাধবী বোস,শহরের কৃতিছাত্রী,
সৌভাগ্যের প্রতীক হয়ে আসতে
পারতে আমার জীবনে,
এখন ধ্যান,জ্ঞান বলতে এই তপোবন।
পথশিশুদের জ্ঞানের আলো দেখাতে
হবে,সব হারিয়ে আমি এক জীবন
পথিক

No comments:

Post a Comment