Wednesday, March 28, 2018


হাড়♦ সমীরণ ঘোষ

জল্পনা থেকে ভাঙা সিঁড়িটা উঠছে
হাড়ের সেতুর নিচে তোবড়ানো চাঁদ নেমে যায়
হাড়ের সেতুর নিচে ভাঙাসুর বাংলা নেমে যায়

ভূগোলের ছেঁড়া পাতা ইতিহাসে লম্বা এক ছায়া
একরোখা বাতাসের সামান্য আঁচেই যত রান্না ফুটে                                                                          ওঠে

সিঁড়ির বরফ গলে অন্ধকার ততটুকু জল্পনা-রেখা






No comments:

Post a Comment