Wednesday, March 28, 2018


ডোরবেল....
কোজাগরী


সেদিন এমন ভাবেই বসন্ত এসেছিলো ভোর বেলা--
চায়ের কাপ হাতে নিতেই ঠকঠক করে বাবার হাত কেঁপে উঠেছিলো। মা এসে বলেছিলো!......

 বেহুঁশ ঘুমিয়েছিলাম ক্লান্তিহীন।
আমার নিরুদ্দেশ অভিসারের গল্প লিখে রেখেছিলো একটি বিবর্ণ শিমূল। 

ঘুম ভাঙতে ভাঙতে সাড়ে তেত্রিশ বছরের একটি নৌকো জীবনের ঝাঁপতালে বসন্ত পুষে পুষে স্বপ্ন এঁকে চলতো...

লম্ফঝম্প টুনটুনি জীবন
 সালোকসংশ্লেষ পত্রিকা দেখতে দেখতে বহুদূর উড়ে যেত..

 বেহুঁশ ঘুমোলে কোনো হাত এখন কেঁপে ওঠবে না বা  মা এসেও বলবে না....

হৃদয়ের ভেতর থেকে হৃদপিন্ড ডেকে যাবার অপেক্ষায় ডোরবেল জেগে থাকে

এখন......

No comments:

Post a Comment