Wednesday, March 28, 2018

কান্না

নিশীথভাস্কর পাল

চোখ থেকে দুফোঁটা জল ঝরে গেলে

মনের ক্ষত গুলো শুকাতে থাকে

কুরে কুরে খাওয়া ঘুন পোকা গুলো থেমে যায়

ফেরি করে বেড়ানো বোঝা গুলো বিক্রি হয় হাতে হাতে

আকাশ ফাঁকা থাকলেই সূর্য ওঠে

রিমুভার দিয়ে মুছে নেয় পুরোনো কান্নার রেখা গুলো...


দিনের শেষে



লোক বেড়েছে মনের কামরা গুলোতে উপচে পড়া ভীড়

গভীর রাতে নিয়ম করে আজকাল ঝাড়ু লাগাতে হয়

ভালোবাসা যেটুকু কুঁড়িয়ে পাই যত্নে তুলে রাখি বাঙ্কারে

হকারের রকমারি বিজ্ঞাপন ভুলতে বেশ কয়েক পেগ রবি ঠাকুরের গান লাগে

তবু নাগরিক দাগ লেগে থাকে শরীরে আর কে লক্সমনের কার্টুনে

এখন বেশ বুঝি গতি বাড়াতে হবে সংখ্যা বাড়াতে হবে

আমি তো মনটাকে নয় বগি থেকে বারো বগি করতেই পারি

কিন্তু তোমার প্লাটফর্ম সে তো হলুদ কালো বোর্ড এ মূর্তি আর ভাবমূর্তিতে ব্যস্ত ...

No comments:

Post a Comment