Monday, March 26, 2018

 হাসনাত রোবায়েতের কবিতা   

১. ছায়া


যদি একটি গুহার পাশে পেকে ওঠে গুণিনের ছায়া
সান্দ্র তিমির খেত
আয়ু ও দাহকাল পার হয়ে
এক অধিবৃত্তের ঘোড়া হেঁটে যায়
মরলৌহের দিকে—তখন প্রতিটা মোমের ভাষা

দ্যাখো কী উজ্জ্বল!
বস্তুত প্রণামের শিখা!

2. পারাপার

এমন উড্ডীন নীলে
সমস্ত ফুল
মহাশঙ্খের ভেতর
আরো এক অন্ধকার—

অনিশ্চিত যাত্রীদল আমরা দেখেছি কাঠে, বিমবর্গার ছায়ায়
গুল্মেরা বুঝেছে ভালো—
পাথরে বিম্ব রেখে—কাঁপে দিন—নিষ্পত্র হাওয়া
কখনো তন্দ্রা ভেসে যায় বৃষ্টিতে—পারাপার ছাড়া 


No comments:

Post a Comment