Wednesday, March 28, 2018

হাসপাতাল থেকে 
শিবু মণ্ডল 
১।
সবুজ গাউন পড়ে হেঁটে গেলে
কাঁচঘরের ভিতর আর এক কাঁচঘরে
একটি বীজ অনন্ত বীজের সম্ভাবনা নিয়ে
গাছ হয়ে ফেটে বেরিয়ে এল !
২।
এগারোটা পঞ্চাশ,
সৃষ্টিবাদক-কে তুলে নেওয়া হল ট্রেতে
শব্দব্রহ্মের ঢেউ খেলে গেল
অপারেশন থিয়েটার জুড়ে। 
ডিস্টিলড্‌ ওয়াটারে মুছে নেওয়া হল তার সুরের সাগর
জুড়ে গেল পৃথিবীর সাথে ! সে
জুড়ে গেল হাসির সাথে
জুড়ে গেল কান্নার সাথে !
এগারোটা পঞ্চাশ, সৃষ্টিবাদক পৃথিবীর ধুলো মাখলেন। 
৩।
নালী মাধ্যমে বেরিয়ে আসে সব অসুখ ! খণ্ড
খণ্ড প্রতিচ্ছবি ভাসে। সবচেয়ে সফল ছবিটি যেটি
তার ডানা আছে
বিকৃত সময় মুছে যায়
অনুভূতি ফিরে আসে প্রবেশপথে।

কার্ডিয়াক ব্যান্ডেজে আঁকড়ে ধরেছে আমায়
ফিনকি দিয়ে ফিনিক্স পাখি উড়ে যেতে চায় !

তবুও কেউ যেন ডানাকে ওড়ার সমার্থক ভেবে না বসে।

No comments:

Post a Comment