অবহেলা
দেবাশিস বর্ধন
রোজ রোজ পড়ে থাকা এককোণে
এক এক করে সবাই যায়-আসে
ঘরময় হট্টগোল,গলাবাজি
হাসা-হাসি
দেখেও দেখেনা এদিকে
ঘরময় হট্টগোল,গলাবাজি
হাসা-হাসি
দেখেও দেখেনা এদিকে
বাতাস,আলো ,ভরসা করার খুঁটি
সব ,সব সরে গেছে সুযোগ বুঝে
সব ,সব সরে গেছে সুযোগ বুঝে
অবহেলা
অবহেলাকে কি চোখে পড়ে না ? নাকি এ সময় এলে টের পাওয়া যায় ?
অবহেলাকে কি চোখে পড়ে না ? নাকি এ সময় এলে টের পাওয়া যায় ?
কারোর আন্তরিক ডাক পাওয়ার অপেক্ষায়
দলাপাকিয়ে ঘরের কোণে শুয়ে থাকে অবহেলা...
দলাপাকিয়ে ঘরের কোণে শুয়ে থাকে অবহেলা...
No comments:
Post a Comment