Wednesday, March 28, 2018

প্রবীর রায়ের কবিতা

অপসারণ

নিজনিজ বিষয়বিভ্রম থেকে ওই যে ঝিঁঝিঁ ডাক ডেকেই চলেছে
অথবা খনিজ চেহারায় সোনামুখী কয়লার এক শীৎকার ধ্বনি
নতুন মূর্তি গড়ে পুরনো নামিয়ে রেখে
কালোর মধ্যে ছায়া পড়ে আলো হচ্ছেনা
এও এক রাত্রিলক্ষণ

মূর্তি


কী বিশেষ পরিচিত হলে মূর্তিমান একক হয়ে গণনায় ব্যবহৃত হবে গণকের কাছে
ভেঙ্গে ফেলার আগে পর্যন্ত মহিমায় প্রতীক তার পাথুরে কিংবা ধাতব নির্দেশ ঠিকরে পড়া কুড়িয়ে নিয়ে মিছিল মানুষের জিন্দাবাদধ্বনি নির্ভরতা পাবে এই কঠিন সময়ে



No comments:

Post a Comment