Wednesday, March 28, 2018

শিকড় 
নির্মাল্য ঘোষ 

ঘাসটা এপার থেকে শিকড় বিস্তার করেছিল কাঁটা তারের ওপারে - ওর সন্তান সন্ততি জন্ম নিয়েছিল ওপার বাঙলায়, ওর কোনো বাঁধা নেই।

শান্তাবুড়িকে শিকড় কেটে আসতে হয়েছিল  এপার বাঙলায়। আবার নতুন করে শুরু করতে হয়েছিল সবকিছু - ওর বাধা ছিল আছে থাকবে- মানুষের তৈরি।

কাঁটা তারের এপার থেকে উদাস চোখ তাকিয়ে থাকে ওপারে - কুয়াশা আর চোখের জল মিলে  দ্বিগুণ ঝাপসা করে ওপার বাঙলার দৃশ্যপট।

তিনবিঘা করিডোর নীরব সাক্ষী সবকিছুর।


অনুগল্প


একটা শিহরণ স্পর্শ করবে আরেকটা শিহরণকে। ভালবাসার পাহাড় বানানো হচ্ছে, ধীরে ধীরে, একটু একটু করে।

ঝড় থেমে আছে গাছের মাথায়। স্টিকার লাগানো হচ্ছে ছেঁড়া ফাটা জায়গা গুলোতে - সম্পর্কের মেরামতি চলছে।

অশ্বমেধ পাঁচালির দুষ্প্রাপ্য পুঁথির মত ভালবাসাকে খুঁজে পাওয়া গেছে। লোচন দাসের মত আমি ভালবাসার পদ লিখব খুঁটে খুঁটে - মেয়েলি ঢঙে।

হরিণী জগতের বৈরীকে হত্যা করে জয়দেবের মেলায় গান গেয়ে উড়িয়ে দেব আমার তিন অক্ষরের অনুগল্প :
আমি তোমাকে ভালবাসি।

No comments:

Post a Comment