কাঠের গ্লাস
সঞ্জয় ঋষি
জলের পিপাসা মেটাতে স্টিল আর কাঁচের পরিবর্তে মাটির গ্লাস ব্যবহার করতেন যে লোকটি তার মুখ ভেসে উঠছিল স্বপ্নে।ঘুম থেকে উঠে... বহু বছর আগে একটা কাঠের গ্লাসে জল উপহার দিয়েছিল প্রেমিকা।ভাসমান জলের উপর চোখ রাখতেই দেখি কত কালো রঙ, কত রকম ভাবে দৃশ্য পালটে নিচ্ছে। হিসেব কষে দেখলাম ঠাকুমা ওই রকম গ্লাসে জল পান করতেন।ঠিক ওরকমও নয়,আরো একটু কালচে বাদামি রঙ ছিল।
ঠাকুমাদের সময় প্রেমিকারা গাছকে প্রেমিক ভাবত।ঠাকুরদা আজ মনে হয় অনেকটা বুড়ো হয়ে গেছে।মাটির কুজোতে রাখা জমানো কয়েন আমার মনের মত কালশিটে হয়ে গেছে।
আর ওই কাঠের গ্লাস,প্রতিদিন স্বপ্নে এসে জল ঢালে বুকের উপরে।
সঞ্জয় ঋষি
জলের পিপাসা মেটাতে স্টিল আর কাঁচের পরিবর্তে মাটির গ্লাস ব্যবহার করতেন যে লোকটি তার মুখ ভেসে উঠছিল স্বপ্নে।ঘুম থেকে উঠে... বহু বছর আগে একটা কাঠের গ্লাসে জল উপহার দিয়েছিল প্রেমিকা।ভাসমান জলের উপর চোখ রাখতেই দেখি কত কালো রঙ, কত রকম ভাবে দৃশ্য পালটে নিচ্ছে। হিসেব কষে দেখলাম ঠাকুমা ওই রকম গ্লাসে জল পান করতেন।ঠিক ওরকমও নয়,আরো একটু কালচে বাদামি রঙ ছিল।
ঠাকুমাদের সময় প্রেমিকারা গাছকে প্রেমিক ভাবত।ঠাকুরদা আজ মনে হয় অনেকটা বুড়ো হয়ে গেছে।মাটির কুজোতে রাখা জমানো কয়েন আমার মনের মত কালশিটে হয়ে গেছে।
আর ওই কাঠের গ্লাস,প্রতিদিন স্বপ্নে এসে জল ঢালে বুকের উপরে।
No comments:
Post a Comment