Wednesday, March 28, 2018

৭ই চৈত্রের কবিতা

( সঞ্জয় সাহা )

আজ তোমার জন্মদিন রমনীমোহন
এক জীবনে আনেক বাঁচা তোমার
কবির জীবন
ছবির জীবন
প্রেমিক জীবন
কুষ্ঠাক্রান্ত রোগীর জীবন
এক অসামাজিক পরিত্যক্ত খুনির জীবন

কবিও ধর্ষক বটে এবং ধর্ষকামী
নিজেকেই ধর্ষণ করে রোজ
নিজের পশ্চাতে নিজেরই তৃপ্ত স্বমেহন
উপলক্ষ দরকার থাকে বলে
পরকিয়া আঁচল খুলতে থাকে অনায়াস

তুমি খুন করতে করতে
খুন হতে হতে
ধর্ষণ করতে করতে
ধর্ষিত হতে হতে
শতাব্দী পার করে আসছো
অন্য কোনো আলোক শতাব্দীর দিকে ।
সাজাপ্রাপ্ত আসামির মতো
ছুটে যাচ্ছে তোমার পুনর্জন্ম
এক বেথলেহেম থেকে অন্য বেথলেহেম-এ।


No comments:

Post a Comment