একটা ইচ্ছা কবিতা
রমাপ্রসাদ গোস্বামী
একটা কবিতা লেখার ইচ্ছা ছিল খুব,
ডুয়ার্স নিয়ে ,ডুয়ার্সের গাছপালা নদনদী চা-বাগান পাহাড় ধানের ক্ষেত ,চোখে যা দেখি রোজ সব সব নিয়ে।
প্রতিদিন বিষয়গুলোকে নিয়ে ভাবি আর মনেমনে ছন্দ মাত্রা কাহিনীর বিন্যাস করি।
লিখবো লিখবো ভাবনার মধ্যেই প্রত্যক্ষ করি ক্রমশ শুকিয়ে যাওযা নদনদী,বিবর্ণ গাছপালা, রুখা শুখা ধানের ক্ষেত আর খেতে না পাওয়া চাবাগানের সহজ সরল কঙ্কাল গুলোকে।
কবিতার শব্দ চয়ণের সন্ধিক্ষনে
চোখ খুলে দেখি আর ভাবি
এতো বৈষম্যের মধ্যে কবিতা লেখা যায়না কবিতা বিলাসীতা মানায়না।
একটা কবিতাও আর লেখা হয়ে ওঠেনা, কিন্তু প্রতিদিন ভাবি
আজ আমি একটা কবিতা লিখবোই.....।।
রমাপ্রসাদ গোস্বামী
একটা কবিতা লেখার ইচ্ছা ছিল খুব,
ডুয়ার্স নিয়ে ,ডুয়ার্সের গাছপালা নদনদী চা-বাগান পাহাড় ধানের ক্ষেত ,চোখে যা দেখি রোজ সব সব নিয়ে।
প্রতিদিন বিষয়গুলোকে নিয়ে ভাবি আর মনেমনে ছন্দ মাত্রা কাহিনীর বিন্যাস করি।
লিখবো লিখবো ভাবনার মধ্যেই প্রত্যক্ষ করি ক্রমশ শুকিয়ে যাওযা নদনদী,বিবর্ণ গাছপালা, রুখা শুখা ধানের ক্ষেত আর খেতে না পাওয়া চাবাগানের সহজ সরল কঙ্কাল গুলোকে।
কবিতার শব্দ চয়ণের সন্ধিক্ষনে
চোখ খুলে দেখি আর ভাবি
এতো বৈষম্যের মধ্যে কবিতা লেখা যায়না কবিতা বিলাসীতা মানায়না।
একটা কবিতাও আর লেখা হয়ে ওঠেনা, কিন্তু প্রতিদিন ভাবি
আজ আমি একটা কবিতা লিখবোই.....।।
No comments:
Post a Comment