Wednesday, March 28, 2018

সোমা সাহা পোদ্দারের কবিতা 
রংমহল 


কাঁচ ডোরে তখনও রাত
নরম শিরায় বাড়ছে রোদবল
ফাগুন বইছে চেনা সুরেই
শুধু দীর্ঘ মাপে অপেক্ষা -।

ব্যাস্ত শহর নীরব টানছে –
ভিন্ন রাজ্যে লেখা হবে তারই প্রহর ।

মুখোমুখি গড়ানো ভোর
রং মহলে তারই চিহ্ন বয়- ।

দূরত্ব যখন কমে আসে
হাল্কা হয় পিয়াসী গলন
পোষাকী মন ছায়া ভাসায়,
ইচ্ছেরা ঘুমতলে ছবি হয়ে রয় ।
           দেখো
দৃষ্টিতে নদীর এপার ওপার হলেও
জল বইছে একই ধারায় ।

No comments:

Post a Comment