Wednesday, March 28, 2018

নববর্ষ
রুমা ঢ্যাং অধিকারী 


ক্যালেন্ডারের পিছনে - 
      সামান্য ডিমড যে  ক্যালেন্ডার
তাকে বলি বয়ে যাওয়া ধুলোঝড় 
                                             ও বিষযাপন
কবিতার ছন্দে যে যুবতী উড়ে এল খুনে ইতিহাস পড়ে
         সে এখন খোলা রাস্তায় সন্ধ্যারাগের ছায়ায়
তার বিগত মাসগুলো থেকে 
                     এখন আর শিসের শব্দ শোনা যায় না

সামনের ক্যালেন্ডারে জ্বলজ্বল করছে দিনগুলোর রঙ
একে বলি পূর্ণাঙ্গ চন্দ্র 
                            ও রামধনুর ঐক্যতান
 তাকে ছুঁয়ে 
যুবতীটির গায়ে গা লাগিয়ে ভেসে যাওয়া

No comments:

Post a Comment