Wednesday, March 28, 2018



ছায়া স র স্বতী
চিরঞ্জীব হালদার


কালিদাস কে দেখিলাম।
রাম বাবুর বেনে দোকানের লাইনে
সেই কখন থেকে দাঁড়িয়ে।
তিনি কবে থেকে তার বেনে দোকানে
লন্ঠন বস্তুটি আমদানি করেছে জানা নেই।
ইহা যে ধর্মে প্রস্তুত তাহা জানিতে
গত সাংয়কালে রাম বাবুকে পাকড়াও করিলে
তিনি নিরুত্তর।
লাজুক কালিদাস আমাকে দেখা মাত্র
কোন এক ছায়ার ভেতরে গা ঢাকা দিল।
রাতে একান্নবর্তি  মশারির স্বপ্ন দেখিলাম।
দেখি শাঁকচুন্নিঁ পাগল কালিদাস
অষ্টধাতু নির্মিত লন্ঠন জ্বালাইয়া
গৃহ সরস্বতীর মুখ আঁকিতেছে।

No comments:

Post a Comment