উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায় এর কবিতা
অপারেশন মার্চ কিংবা আলোর বিতর্কে
------------------------------ ----------------------
রোগীটিকে যখন হাসপাতালে আনা হয়েছে তার মুখ অ্যাসিডে ক্ষয়ে গেছে ।পুরো মুখ দলা পাকিয়ে আসতো মাংসপিণ্ড । রোগীটি বারবার করে ইশারা করছিল যেন সকলেই আরেকবার আত্মহত্যার প্রস্তুতিতে উৎসাহিত করে।
নার্সটি কমন রুমের ভেতর দৌড়ে চলে আসে। হঠাৎই ভেতর থেকে উগড়ে ফেলে বমি বেসিনের তলপেটে। জলের ঘন শব্দে চাপা পড়তে থাকে নিঃশব্দ কান্নার আওয়াজ।টাওয়ালটা জড়িয়ে পাশ ফিরতেই সে লক্ষ্য করে আয়নার পাশে দাঁড়িয়ে থাকা মুমূর্ষু সেই রোগীটিকে, যে ইশারায় কাছে আসতে বলে নার্সটি চিৎকার করে ওঠে ভয়ে কঁকিয়ে নিজেকে গুটিয়ে নেয় খানিকটা পরাজিত সৈনিকের মতো। হঠাৎ আয়নার ভেতর থেকে উত্তর আসে
"এখানে আমরা অনেকেই... তোমরা আমাদেরকে এখানে কেন নিয়ে এলে... তোমরা যা খুঁজতে চাইছ আমাদের শরীর ঘেঁটে তা কখনোই খুঁজে পাবেনা"।
দহন
-------
আদতে সে আমাকে চিঠি লিখে পাঠালো যেটা সে লুকিয়ে রাখতে চাই কতগুলো প্রশ্নের চাপায়। আমি অনেকদিন হয়েছে এমন জিজ্ঞেস করতে পারিনি,- তুমি কোত্থেকে এসেছ এখানে, - কিংবা তোমার পরিবার...
" সে এক ভয়ংকর নিবিড় তার মাঝে রাত্রিযাপন কি করে মানুষ হতে হয় চিনিয়ে দিয়েছিল ওরা, ট্রেঞ্চের ভেতর একটি বাচ্চা মেয়েকে আনা হয়েছে, পায়ের আসক্ত বেড়ি মাংস ছিঁড়ে খাবার অহেতুক প্রলোভন, স্বপ্নে ছাই যাওয়া নিঃশ্বাসে তবুও দীর্ঘ ছিল তাদের কথাবার্তা
কাঁটাতার পেরিয়ে এসে কেউ জল দিয়ে যায়, মেয়েটি চোখের পাতা খোলে অন্য হাতে খুঁজতে থাকে একটা পাথর কিংবা ইটের টুকরো, যেখানে তাকে কবর দেয়া হবে কিংবা যেখানে এসে সবাই পেচ্ছাপ করতে করতে একটা বিড়ি ধরাবে তারপর তারা এগিয়ে যাবে গ্রামের দিকে " ।
No comments:
Post a Comment