দুর্জয় দাসের কবিতা
বিহীন যতটুকু অন্তরে
বিহীন যতটুকু অন্তরে
একা থাকতে দাও। অগ্রন্থিত এরূপ বেডাজাল। অন্ধকার বপন করে ছায়ারাত। হিম হয়ে থাকা সংলগ্ন আঙুলের ঘুম। বড় শূন্য হওয়ার কি কোন ঘর ছিল? মন্থন চেটে নিচ্ছে সমস্ত ঘিলু। প্লাজমাবিহীন আবরনীকলার এরূপ সংবেদন। খোসা ছাড়িয়ে কামড় দিতে কেউ শিখলনা। কিলবিল করতে থাকা সাইন্যাপসগুলো ধরে নেব। গ্যালাক্সি নিয়ে অনেক মাঠ খসে পড়বে। চাঁদ খসে পড়বে আনন্দ চুপসে।
No comments:
Post a Comment