মানুষীর প্রতি
বিপ্লব পাল
সফলতা আসবে না। এ ভাবেই বাঁচতে হবে কুড়ে কুড়ে
জীবনের সমগ্রতা আকীর্ণ অব্যক্ত বালিকার প্রেমে
আত্মসাৎ করে নক্ষত্র জড়তা, তন্ময় আলোর পথে মুক্তি
আমাকে যেতে হবে, যেতেই হবে তোমার চিত্রল জীর্ণ পথে
অনেক কালের প্রত্ন দুপুর ঘ্রাণ, সংগে নিয়ে এলে বৃক্ষবুক
তুমি এলে, এলোমেলো হাওয়ার মগ্নজলনদী সংকেত মুখর
মসৃণ শৃঙ্গে আলোর দুরন্ত ফলন, ঠোঁটের ওপর নীলতত্ব উপক্রম
সুষম দুপুর খুঁট খুলে প্রতীত সুলুক সন্ধান যোজক পথের
আমাকে নষ্ট করে কোথায় রেখেছ পাহাড় চূড়ার মতন উরুত আগুন?
উপদ্রুত ঘাসের ওপর লোলিত যোনি আত্মসাৎ করে নক্ষত্র জড়তা
আমার বুকের কাছে আজো অনর্গল থিতু হয়ে বসে আলুথালু
বালিকার স্তম্ভ খিলান। সমগ্র আকর নিমেষে করেছি গুঁড়ো
ন্যুব্জ সময়। দীর্ঘ টিলার মতন প্রকৃত প্রস্তাব ফলক নির্জনতায়
ক্রমাগত ভেসে আসে মানুষীর পদ্মনাভি মান্দাস
বিপ্লব পাল
সফলতা আসবে না। এ ভাবেই বাঁচতে হবে কুড়ে কুড়ে
জীবনের সমগ্রতা আকীর্ণ অব্যক্ত বালিকার প্রেমে
আত্মসাৎ করে নক্ষত্র জড়তা, তন্ময় আলোর পথে মুক্তি
আমাকে যেতে হবে, যেতেই হবে তোমার চিত্রল জীর্ণ পথে
অনেক কালের প্রত্ন দুপুর ঘ্রাণ, সংগে নিয়ে এলে বৃক্ষবুক
তুমি এলে, এলোমেলো হাওয়ার মগ্নজলনদী সংকেত মুখর
মসৃণ শৃঙ্গে আলোর দুরন্ত ফলন, ঠোঁটের ওপর নীলতত্ব উপক্রম
সুষম দুপুর খুঁট খুলে প্রতীত সুলুক সন্ধান যোজক পথের
আমাকে নষ্ট করে কোথায় রেখেছ পাহাড় চূড়ার মতন উরুত আগুন?
উপদ্রুত ঘাসের ওপর লোলিত যোনি আত্মসাৎ করে নক্ষত্র জড়তা
আমার বুকের কাছে আজো অনর্গল থিতু হয়ে বসে আলুথালু
বালিকার স্তম্ভ খিলান। সমগ্র আকর নিমেষে করেছি গুঁড়ো
ন্যুব্জ সময়। দীর্ঘ টিলার মতন প্রকৃত প্রস্তাব ফলক নির্জনতায়
ক্রমাগত ভেসে আসে মানুষীর পদ্মনাভি মান্দাস
No comments:
Post a Comment