মেঘ অদিতির কবিতা
সমস্ত প্রহারের শেষে এই চিহ্নবিজ্ঞান
বিনিময়ে নির্মাণ চাও..
বিন্দু ছেড়ে যাও কেন বর্গের কাছে
রহস্য ভালবাস?
ভ্রমরঅপেক্ষা আমার..
আয়না থেকে অবাক নির্জনে..
সামান্য ধাতবমুখ, দেরি হলো খুব?
খুঁজছ অচেনা নদী, পালকের ভাষা
নেমে যাচ্ছ খাদের উপসংহারে
অমরত্বের খোঁজে..
আড়াল রাখিনি তো কোনো, এস সাপলুডো খেলি
অরণ্য জাগলেই বুনে দেবো জলের বাগান
সমস্ত প্রহারের শেষে এই চিহ্নবিজ্ঞান
বিনিময়ে নির্মাণ চাও..
বিন্দু ছেড়ে যাও কেন বর্গের কাছে
রহস্য ভালবাস?
ভ্রমরঅপেক্ষা আমার..
আয়না থেকে অবাক নির্জনে..
সামান্য ধাতবমুখ, দেরি হলো খুব?
খুঁজছ অচেনা নদী, পালকের ভাষা
নেমে যাচ্ছ খাদের উপসংহারে
অমরত্বের খোঁজে..
আড়াল রাখিনি তো কোনো, এস সাপলুডো খেলি
অরণ্য জাগলেই বুনে দেবো জলের বাগান
No comments:
Post a Comment