Wednesday, March 28, 2018


বৈশাখী রায় চৌধুরীর কবিতা 
॥চোখ  সমন্ধীয়॥ 
১.
ডাক্তারবাবু বলেন দূরের জিনিস ঝাপসা হয়ে গেলেই বিপদ
কিন্তু আমি তো জানি 
যারা দূরে সরে গেছে
তাদের ঝাপসা করে দিয়ে 
রোজ কতকিছু শিখিয়ে দিচ্ছে চোখ। 
২.
তুমিও শানিয়ে নাও
হৃদয়জোড়া অন্ধকার
মোমবাতির কাছে হাতে পেতে চেয়ে নাও মৃত্যুশোক
মাথায় অবিশ্বাস ঠেকিয়ে খুলির ভেতরে ভেতরে ছড়িয়ে দাও ঘৃণা
রেকাবি ভরে হাসিমুখে দুগালে  যারা মাখিয়ে দিচ্ছে দূরত্ব
জেনে রেখো একদিন সবাইকে ঠিক চিনে নেবে চোখ।
৩.
চিৎকারের মতোই এখন ছড়িয়ে পড়ে শীতকাল
এ শোকরঙা বরফের দেশে 
আমি বার বার হারিয়ে ফেলি বাড়ির ঠিকানা
গুঁড়ো ধুপের গন্ধে ভারী হয়ে ওঠে চোখ
বইতে না পারলে বন্ধ করে দেওয়াই নিয়ম
বন্ধ করো, দেখো, শেখো
ঈশ্বর হয়ে ওঠা প্রতিটি গল্পের দেশে
যন্ত্রণা মুছে চোখ খুলে রেখে হেঁটে যায় চাঁদ সদাগর।

No comments:

Post a Comment