Thursday, March 29, 2018

কবিতা ১:

আলাপ 
শুভঙ্কর পাল 

"সাইয়া গায়ে পরদেশ গায়ে পরদেশ রে "
এভাবেই বছর কেটে যায় রোদ ও নরম নামতায়
বসন্ত কেবিনে পাতা খসে পরার দিনে গজলী আলাপ
বিন তেরে চেইন না আবে
পেয়ালার উষ্ণ চুমুকে মুমতাজ বেহিসেবী
কতটা মুহব্বত কতটা তাজমহল


No comments:

Post a Comment