ব্রহ্মজিৎ সরকারের কবিতা
কিছু করার নেই
কিছু করার নেই
নিবিড় তাকিয়ে আছি
তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই আমাদের
তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই আমাদের
ব্যাগি চাক্ষুস ল্যাং মেরে পা ভেঙে দিলো
মাঠে জ্বললো আগুন
জমি থেকে লাঙল এলো ছুটে
ঘর থেকে বেড়িয়ে পরলো সাপ
ভিড় ছাড়ালো মাঠ
আটকে গেল চাকা
পুলিশ এলো ধীরে
ইট-পাটকেল আকাশে বাতাসে...
মাঠে জ্বললো আগুন
জমি থেকে লাঙল এলো ছুটে
ঘর থেকে বেড়িয়ে পরলো সাপ
ভিড় ছাড়ালো মাঠ
আটকে গেল চাকা
পুলিশ এলো ধীরে
ইট-পাটকেল আকাশে বাতাসে...
এমন মোচ্ছবে স্ক্রীপ্ট লিখবে বলে
তীক্ষ্ম তাকিয়ে আছে
এক ঝাক শেয়াল...
এছাড়া কিছু করার নেই ওদের ।
তীক্ষ্ম তাকিয়ে আছে
এক ঝাক শেয়াল...
এছাড়া কিছু করার নেই ওদের ।
No comments:
Post a Comment