Wednesday, March 28, 2018


রাধারা আজও . . . .
সুলক্ষণা


তোমার গন্ধেরা যখন স্পর্শ রাঙায়
আমি জাপটে ধরি হাওয়া
হৃদয়ের তখন তীব্র মন কেমন
কাঁচা মাংসের নোনা গন্ধে
ঘোর কেটে যায় হঠাৎ
দেখি খুবলে গেছে বুক....!
হৃদয় বোঝোনি বলে,
সন্দেহের হাত ধরে
তুমি উপড়ে নিয়েছো 
তোমার সব শেকড়!             
যে লোভে মেরেছিল
চোখের জল মোছানো 
সোনার ডিম পাড়া হাঁস 
ছেঁড়া হৃদয় হাতে দাঁড়ানো
সেই বোকা চাষি তুমিই
কিন্তু এটুকু জেনো
মৃত্যুর কোনও ফিরতি পথ হয় না...
তবু না হয় ছায়াপথের লোভে আজও
ধুয়ে যাই তোমার পা।
চরণ তো  অনেক ভাবেই রাঙা হয়
তবু রাধারা থেকে যায় এক প্রকার


No comments:

Post a Comment