Wednesday, March 28, 2018

কবিতা বিভাগ ৩ : জোকার / শুভ আঢ্য

২৩


এবং তাহাদের মুক্তির ভেতর বড় পা
ছাপ ফেলে চলে গেছে উত্তরে, যেন হাওয়া
বড় শোচনীয় দিনে তাদের কামড়ে ধরেছে, জলের মত
বসেছে তাদের চুল, তাহাদের চুলোচুলি তাঁবু ছেড়ে
বিদায়ের কাছাকাছি গিয়েও বারেবার
ধাক্কা খেয়েছে শরীরে, ছোট বেহালার ছড়ে যেভাবে
পড়ে যায় সুর আর হয় তো না গান, শুধুই স্কোর...

তাহাদের ব্যাকগ্রাউন্ড ঝলোমলো, জোকারের জামার মত
তাতে ফুটিফাটা... তাহাদের মুক্তির উচ্চতা বড়জোড়
সাড়ে তিন ফুট, প্রমাণ সাইজের পা তার... এখনি রেখে
যাবে ছাপ আত্মার ভেতর তাদের, জোকারের ভেতর
রেখে যাবে হাসি ওই সিন্ধুনদের ধারে যে হেসেছিল শেষ
হাসিটুকু

২৪
এবং এই সত্য যে একদিন কেউ হেসে উঠবে
জোকারের পারলৌকিক ক্রিয়ায়, সত্য এমনও বলে
প্রতিটি মানুষের মুখের ভেতর একটা বেড়ালের আত্মা
বসে আছে, শুধু শব্দের পেছনে লাফ দেবে বলে, যার
গায়ের রোঁয়া উলের বিকেলে চিনে ফেলে সে

আদতে জোকার দেখে মাটির সাথে মিশে যাচ্ছে আলো
আর পাথরের রাস্তায় তার ছাপ থেকে যাচ্ছে

আমি অভিন্ন তোমার আত্মার ভেতরের বেড়ালটি থেকে,
তোমার লাফের ভেতরে, তোমার শব্দের ভেতরে
অনন্য চেতনার গোড়ায় যে কেবলই খুলে আম
হেসে উঠতে পারে, সেই'ই সত্য... পরলোকের পর
যে এখনও শুধু কালো বেড়ালটি হয়েই অপেক্ষা করছে


1 comment:

  1. ভালো লাগল। বিশেষ করে শেষের পাঁচটি লাইন গিঁথে গেল মনে।

    ReplyDelete