Wednesday, March 28, 2018

রক্তবর্ষণ

নবকুমার পোদ্দার

সাবধান হয়ে যাও
সাবধানের রাজকার্য নেই।
বাইরে বেরিয়ে রংচঙ দেখো না।
বিশ্রাম ভুলে যাও
দীর্ঘশ্বাস জুড়ে নির্জণ কিছু দেখলে
শ্বাস বন্ধ করে রাখো।
যে কোনো মন্ত্রে
সাবধান বেরিয়ে আসবে।





এখানে ধারাবাহিকতা কাব্য বলে গণ্য হয়




কিভাবে নখের চারপাশে পরকীয়া?

স্থানীয় সংবাদ বি.বি.সি নিউজে

খোরপোষ পেতে একটা আঠালো

                              ফলন দরকার

তাহলেই চারপাশে মৌমাছি -

                         থাকবে

থাকবে

নিজস্ব বিকেলের

              বিক্রিবাটা...

No comments:

Post a Comment