Wednesday, March 28, 2018

ন হন‍্যতে
==================
             ~~~সাঁঝের কবিতা

 কে বলেছে শরীর ছুঁতে হয় ,
কাছাকাছি-ছোঁয়াছুঁয়ি ছাড়া প্রেম জমে না ।

তুই আমার সামনে না থাকলেও তো 
       আমার প্রেম কমে না ।
আমার প্রেম তোর প্রতি ,
 মীরাবাঈ-এর মতন "অহৈতুকী" ।
সুখ চেয়ে অ-সুখ পাওয়ার চেয়ে ,
আমি অ-সুখেয় 
     "তুই" নামের সুখ খুঁজে নিয়েছি।

তুই তোর কাছে , তোর মতন থাক ।
তোর জিভে জমা উচ্চাকাঙ্ক্ষা ,
আর তোর সেনসেক্সীয় প্রেমের 
              চড়াই-উতরাই নিয়ে ।

আমার ভালোবাসা টা ঠিক কেমন জানিস ?
  অনেক টা ঠিক , গ্লোবাল ওয়ার্মিং ।
ধ্বংসের আগে কোনমতে কমবে না ,
              জেনে রাখিস ....

No comments:

Post a Comment