Wednesday, March 28, 2018


তবুও অরণ্যে চন্দন বৃক্ষ আছে
       তৈমুর খান

কোথাও কোনও গৌরব নেই
তবু অরণ্যে চন্দন বৃক্ষ আছে

আমরা রোজ হাওয়া খাই
হাওয়া খেতে ভালোবাসি
আর স্বপ্নকে বলি, ডালে গিয়ে বসো...
কত পাখি আছে
সেসব পাখির নাম জানি নাকো
দিন শেষ হলে তারা ফিরে আসে

এইঅরণ্যে শুধু মধু বিক্রেতার সঙ্গে দেখা হয়
মৌমাছি উড়িয়ে দেয় ওরা
তারপর চাক ভেঙে মধু আনে
আমাদের মধুমেহ বলে
সেসব মধুর দিন ডাকি নাকো ঘরে
শুধু কথা হয় রাস্তার মাঝে
যে সরু রাস্তাটি অরণ্য পার হয়ে লোকালয়ে গেছে

যাওয়া আসা করে লোক অরণ্য সমাজে
মাঝে মাঝে শিকার হয় অথবা শিকারি
তাদের কাহিনি ঘোরেফেরে আলোকে নিরালোকে
সেসব কাহিনির কোনও গৌরব নেই
অন্ধকার হয়ে এলে স্বপ্নরা ঘুমিয়ে পড়ে একে একে
আমরা স্মৃতির পাখি উড়িয়ে দিই
          যাক তারা কোথাও উড়ে উড়ে যাক

No comments:

Post a Comment