মাহমুদ নোমানের কবিতা
১. তোমার সমীপে//
দরোজা খুলে দাও এবার
হৃদয় মেলে দাও
মচল্লার পাটির মতো,
তোমার পবিত্র ভূমে
পতিত হবো
নামাজ কায়েম করবো —
অন্ধকার করে দাও চারদিক
পর্দা টানিয়ে দাও,
ভেতর ও বাহিরের চোখে
আমার দেওয়া চুমু নজরানা
কবুল করো
পারো যদি,নিশ্বাসের শরীরটাকে
জব্দ করে নিও —
২. বিষম পিরিতি//
মনপোড়া ধোঁয়া উঠেদ্দে,
ছনের চালের তুল্লি দিয়ে
চাঁনের তেলালি হাসিরে —
আহা রে,
আশপাশের লোকজন নাকঢাকা ঘুমে ;
চিগ্গুৎ চিগ্গুৎ হলজের বঁডুতে,
মরার কোকিল আর কাক
আবচাপ ডাকেদ্দে...
৩. মিথ্যে নয়//
সিঁথীর মাঝখান দিয়ে বয়ে যাওয়া
মুখের বাসি কুঁলিগুলো নামছে
ধানিজমির পাড় ভেঙে,
জল শুকানো কাদায় আটকে গেছে
নাইওরির ফেরা নোওকা —
সে থেকে নদী এঁকেবেঁকে চলে
শঙ্খ বিবাগী হয় ইছামতীর বিহনে,
মৌমিতার পেটে জন্ম নেয় নৃত্যরত শিশু ;
১. তোমার সমীপে//
দরোজা খুলে দাও এবার
হৃদয় মেলে দাও
মচল্লার পাটির মতো,
তোমার পবিত্র ভূমে
পতিত হবো
নামাজ কায়েম করবো —
অন্ধকার করে দাও চারদিক
পর্দা টানিয়ে দাও,
ভেতর ও বাহিরের চোখে
আমার দেওয়া চুমু নজরানা
কবুল করো
পারো যদি,নিশ্বাসের শরীরটাকে
জব্দ করে নিও —
২. বিষম পিরিতি//
মনপোড়া ধোঁয়া উঠেদ্দে,
ছনের চালের তুল্লি দিয়ে
চাঁনের তেলালি হাসিরে —
আহা রে,
আশপাশের লোকজন নাকঢাকা ঘুমে ;
চিগ্গুৎ চিগ্গুৎ হলজের বঁডুতে,
মরার কোকিল আর কাক
আবচাপ ডাকেদ্দে...
৩. মিথ্যে নয়//
সিঁথীর মাঝখান দিয়ে বয়ে যাওয়া
মুখের বাসি কুঁলিগুলো নামছে
ধানিজমির পাড় ভেঙে,
জল শুকানো কাদায় আটকে গেছে
নাইওরির ফেরা নোওকা —
সে থেকে নদী এঁকেবেঁকে চলে
শঙ্খ বিবাগী হয় ইছামতীর বিহনে,
মৌমিতার পেটে জন্ম নেয় নৃত্যরত শিশু ;
No comments:
Post a Comment