ওয়াসিম মাকীম জাভেদের কবিতা
Ode
সমূহ বৃক্ষের নিচে দাঁড়িয়ে
পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার ডাক শুনি.
মনে আছে? নির্বাক বিকেলে সেই ডাক
অনুসরণ করেছিলাম.
ধাপ ধরে ধরে ভগ্নাংশের অনেক নিচে প্রবাহের
সন্ধানে,
আকারে ইঙ্গিতে জড়িয়ে পড়েছে সন্ধে, আর তার শুন্যতা.
এ কথা, ও কথায়, বৃষ্টি নামে চূড়ায়...
অসময়ের বৃষ্টি, সব ধুয়ে নিয়ে যায়.
সমূহ বৃক্ষের নিচে দাঁড়িয়ে.
সমূহ বৃক্ষের নিচে দাঁড়িয়ে, ছোট ছোট আগাছার ভিড়ে আমি আমার লেখা জোখা খুঁজি.
কোথাও তো দাবি দাওয়া ছিলোনা মনে...
তাও সব টেনে নিলো জল.
লেখা জোখা সতেজ মাটির কাছে ঋণী,
বেড়ে ওঠে মাটি জল পেয়ে.
আমিও তো ঋণী থেকে যাই
আকারে ইঙ্গিতে জড়িয়ে থাকি রাত,
সমূহ বৃক্ষের নিচে দাঁড়িয়ে.
Insomnia
এমন হয় জীবন
রাতের পর রাত ঘুম আসে না।
মন্থর চেতনা শয্যার চারিদিকে
অনিচ্ছার মতো প্রবল, স্রোতের মতো উত্তাল।
জাহ্নবী, কত রাত ঘুমাও না তুমি?
বালিশের পাশে দাঁড়িয়ে তোমার মুখের
দিকে তাকাই,
বাঁকা আলো কোত্থেকে এসে
তোমাকে উজ্জ্বল করে দাঁড়িয়ে আছে,
যাব যাব করে যাওয়া হয় না।
এই প্রগাঢ় নিস্তব্ধতার কতখানি তোমার
আর কত খানি আমার, নাকি পুরোটাই আমাদের?
কবিদের এই এক বিপদ।
এমন জীবন হয়,
রাতের পর রাত প্রগাঢ় নিস্তব্ধতা কাটে না।
গভীর এই নিস্তব্ধতা ভেদ করে দেখি,
একটা সোজা রাস্তা, অনেক অনেক দূর বিস্তৃত।
দু দিকে শাল পিয়ালের বন।
তুমি হাঁটছ আমারই পাশে,
“ এই তো হাঁটছি আমরা, দেখো,
এই তো পথ,
এই তো বইছি সময় পেরিয়ে সময়ে,
আমরা ঐ সীমান্ত পেরিয়ে…”
ক্রমশ ঘুম আরও পেছনে পড়ে যায়,
তুমি বলছিলে এক পাহাড়ি কবির কথা,
সে এমনই এক রাস্তা দিয়ে হাঁটে,
যেখানে ইতিহাস হেঁটে গেছে একদিন।
বাঁকা আলো কোত্থেকে এসে
তোমাকে উজ্জ্বল করে দাঁড়িয়ে আছে।
জাহ্নবী, কত রাত ঘুমাও না তুমি?
জীবন এমন হয়,
ঘুমের পর ঘুম এরকম পেছনে পড়ে যায়
প্রসস্থ রাত আর কাটে না।
মূক ও মুখোর
কিছু মেঘ উড়ে যায়,
পরিজন অজ্ঞাত নগরে,
ধূম্র শলকা জীবন, কিছু মেঘ
নেমে আসে অধিবাসী শূন্য দু চোখে।
রাত ঘন হলে যেমন পরিধি কমে যায়,
কিছু মেঘ…
যত্রতত্র আমিও ঝরেছি সংঘাতে।
দেবতার সামনে আমি ছোট,
দেবতার সামনে আমি কৃশ,
অথচ আমাকে সে দেয় ঘর, দুটো দানা,
বুকের বাতাস, আনন্দ, হাহুতাস।
দেয় পাহাড়, সমুদ্র বায়ু, চাষের জমি
আর দেয় ভালোবাসা, শূন্য দু চোখ,
কিছু মেঘ দেয়, বর্ষণ মুখর।
চাষের জমি থেকে দুটো দানা,
সমুদ্র বায়ু থেকে হাহুতাস,
পাহাড় থেকে আনন্দ আর
ভালোবাসা বুকের বাতাস থেকে।
আমিও করেছি বসতি,
অধিবাসী শূন্য দু চোখে, কিছু মেঘ
জমা হয়।
শুনেছি তোমারও আজ কিছু মেঘ,
শহরে বর্ষা মুখর দিন।
No comments:
Post a Comment