Wednesday, March 28, 2018


নীলাদ্রি বাগচীর কবিতা 
বিশ্বাস  

ক ।।

নিজেকে প্রমাণ কর
ঢাল ছুঁয়ে ছায়া ছুঁয়ে
লিখে রাখ
যা আছে লেখার....

মৃতের সংখ্যা গুনে
পার কর অফুরন্ত রোদ....

খ।।

পান করছি স্বাস্থ্য, সুখ, গ্রীষ্মের রৌদ্র উত্তাপ
ডাবের জলের ঢেউ, প্রেমহীন সন্দেহ যাপন

নেশার অভাবে আমি
নিজেকেই পান করছি রোজ....

No comments:

Post a Comment